YOUTUBE

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

ফেসবুক আইডির মেনশন কোড বের করার উপায়

ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুনআসসালামু আলাইকুম.....
আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির মেনশন কোড (সেলিব্রেটিদের মতে প্রমোট কোড) বের করবেন......তো শুরু করা যাক........
.
এর জন্যে প্রথমে একটি Android মোবাইল ফোন লাগবে তারপর সেটা দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন। অপেরা অথবা ইউসি ব্রাউজার দিয়ে করতে পারেন এমনকি সেটের ডিফল্ট ব্রাউজার হলেও সমস্যা নেই.......এরপর profile এ যাবেন সেখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এরপর আপনি আপনার ব্রাউজারের সার্চ বারে ক্লিক করবেন..আর ক্লিক করলে 1000 সামনে থাকা যে সংখ্যাটি পাবেন সেটিই আপনার প্রমোট কোড বা মেনশন কোড.........
স্ক্রীনশট দেখুন বুঝতে না পারলে.....

 আর কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন......ফেসবুকে আমি

Banglalink Free net trick

ইউটিউবে দেখতে এখানে ক্লিব করুনআসসালামু আলাইকুম । অনেক দিন পর আবারো হাজির হলাম একটা ফ্রি নেট ট্রিকস নিয়ে । আজকের ট্রিকসটির সাহায্যে আপনারা প্রতিদিন 150 মেগাবাইট করে ফ্রি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন । 
কাজের কথায় আসি, প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে web tunnel নামের ভিপিএনটি ডাউনলোড করে নিতে হবে তারপর তা ইনস্টল করে নিচের পিকচারটির মতো করে সেটিং করতে হবে তারপর কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে এবং উপরে চাবির মতো একটা চিহ্ন আসবে .......তারপর ব্রাউজ করতে পারবেন যেকোন সাইট।

.
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন ,আল্লাহ হাফেজ .......
.
কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন।
ফেসবুকে আমি--
https://www.facebook.com/profile.php?id=100008418456017

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

ফেসবুক ফ্রেন্ড সহজে আনফ্রেন্ড করার উপায়

ইউটিউবে এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুনআসসালামু আলাইকুম ........
সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Facebook এ এক ক্লিক ছাড়াও অল্প সময়ে ফ্রেন্ড আনফ্রেন্ড করা যায়..............
আমাদের অনেকের পিসি না থাকার কারনে আমরা এক ক্লিক দিতে পারি না তাই  আপনারা যেন একক্লিক ছাড়াই অল্প সময়ে ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারেন সেজন্যে আজকে আমার এই লেখা.....তো এবার কাজের কথায় আসি.......
আপনি আপনার সেটের যেকোন ব্রাউজারে আইডিটি লগ ইন করুন ইউসি মিনি এবং অপেরায় করলে ভাল হয়..........তারপর  Profile এ প্রবেশ করুন এরপর Activity Log এ ক্লিক করুন তারপর অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে Friends অপশন এ ক্লিক করুন তারপর দেখবেন ফ্রেন্ড লিষ্ট এসে গেছে এখান থেকে শুধু আনফ্রেন্ড লেখাগুলোতে ক্লিক করতে থাকুন এভাবে প্রতি মিনিটে 70 এর বেশী জনকে আনফ্রেন্ড করতে পারবেন..........স্ক্রীনশট দেখলে সহজে বুঝতে পারবেন।
ধন্যবাদ ট্রিকসটি পড়ার জন্যে আর কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন ........



ফেসবুকে আমি→
https://www.facebook.com/profile.php?id=100008418456017

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

ফেসবুকে সিঙ্গেল নাম দিন সহজেে

 আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে ভালো আছি।  আজকে আমি আপনাদের সামনে একটি মজার টপিক নিয়ে আলোচনা করবো। সেটি হল কিভাবে আপনি ফেইসবুকে এক শব্দে নাম ব্যবহার করবেন অথবাHow to use only first name on facebook .আসলে আমার ফেইসবুক আইডি টি এক শব্দে। এক বন্ধুর রিকুয়েষ্টে আজ আমি দেখাবো কিভাবে আপনি ও এক শব্দে নাম ব্যবহার করবেন।আসলে বিষয়টি একটু কষ্ট সাধ্য। কেননা প্রক্সি ব্যবহার করে করতে হয়। তবে যারা জানেন অথবা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করতে পারেন, তাদের অভিনন্দন। আজকের এই পোষ্টটি মূলত তাদেরই জন্য যারা এক নামে বা এক শব্দে ফেইসবুক নাম ব্যবহার করতে পারেন না। আপনি দেখবেন অনেক সেলেব্রেটি বা একটু বড় টাইপের লোকেরা এক শব্দে ফেইসবুকনাম ব্যবহার করে। শুধু বড় না, আমার মত অনেক ছোট মানুষ ও এখন এক নামে ফেইসবুক নেম ব্যবহার করে। এক নাম বলতে এক শব্দে। যেমনঃ রহিম, করিম, হাসান, রফিক ইত্যাদি....... চলে যাবো মূল কার্যে। তার আগে এক নজরে আমরা ভুমিকা দেখে নেই,এটা পিসির মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজার এবং ইন্দোনেশীয়ান প্রক্সি ব্যবহার করে করতে হয়। আপনি যদি পাচ বারের বেশি নাম পরিবর্তন করে থাকেন তাহলে কাজ হবে না। আপনার আইডিটি অবশ্যই পাঁচ বারের নিচে নাম চেঞ্জ থাকতে হবে। আর যদি পাঁচবারের নাম পরিবর্তন করে থাকেন তাহলে বলবো আযথা কষ্ট করে লাভ নেই। হয় নতুন আরেকটি আইডি খুলুন, না হয় এই আইডিই ব্যবহার করতে থাকেন। এবার চলে যাবো মুলভাবে।কিভাবে করবেনঃ১| প্রথমে আপনি আপনার পিসি দিয়ে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে আপনার ফেইসবুক আকাউন্টে লগ-ইন করুন (যে একাউন্টটি এক শব্দে রূপান্তরিত করবেন)। তারপর Setting এ ক্লিক করুন। তারপর Language এ ক্লিক করে "Bahasa Indonesia" সিলেক্ট করুন এবং "Save Changes" এ ক্লিক করে সেভ করুন। আপনার সুবিধার্থে নিচে স্কীনশর্ট দিয়ে দিলাম।২| এবার নতুন একটি ট্যাব ওপেন করে ফায়ারফক্সের Option>Advance>Network>Setting এ ক্লিক করে নিচের ফ্রক্সিটি সেট করুন। 139.0.2.162 Port: 8080. নিচে স্কীনশর্ট দিয়ে দিলাম।৩| এখন আবার ফেইসবুকের ট্যাবটি ওপেন করুন। তারপর একদম উপরের মেন্যুটিতে ক্লিক করুন যেখানে আপনার নাম লিখা আছে। তারপর প্রথম বক্সে অথবা First Name এ আপনার কাঙ্কিত এক শব্দের নাম টি বসিয়ে নিল বাটনটিতে ক্লিক করে সেভ করে নিন। দেখবেন হয়ে গেছে। নিচে স্কীনশর্ট দিলাম।ব্যাস! কাজ শেষ। এখন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিন এবংফায়ারফক্সে যে প্রক্সি সেট করছিলেন সেটি মুছে ফেলুন। আর এভাবেই এক শব্দে নাম ব্যবহার করতে থাকুন ফেইসবুকে।পোষ্টটি ভালো লাগলে ফেইসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোন সমস্যা হলে কমেন্ট করে বলবেন। যথাযত সমাধানের চেষ্টা করবো। আজ এপর্যন্তই। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না https://www.facebook.com/profile.php?id=100008418456017

ডিজেবল ফেসবুুক আইডি ঠিক করার সহজ কৌশল

আসসালামু আলাইকুম ........আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ, আজকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি ডিজেবল হয়ে যাওয়া আইডি ফেরত আনা যায় ...আর কথা নাা বাড়িয়ে শুরু করা যাক :

 আপনি কোন Disable আইডিতে লগ ইন করলে পেইজের উপরে নিচের লিখাটা পাবেন। Your account has been disabled. If you have any questions or concerns, visit the Help Center .এখানে Help Center অংশটুকু নীল কালির থাকবে। Help Center এ ক্লিক করলে আরেকটা পেইজ আসবে।সেই পেইজের একদম নিচে লিখা থাকবে For more information about our Policies, please review the Facebook Community Standards. If you think your account was disabled by mistake,please let us know .এখানে let us know অংশটা নীল কালির হবে। let us know তে ক্লিক করলেআরেকটা পেইজ আসবে। এখানে আইডি কার্ড আপলোড দেওয়ার অপশন পাবেন। আপনাকে আইডি কার্ড এর স্ক্যান করা ছবি বা ভাল ক্যামেরা দিয়ে তোলাছবি আপলোড দিতে হবে।ক্ষেত্রবিশেষে আপনার নাম,বার্থডে, ইমেইল পূরণ করা লাগতে পারে। সেগুলো ঠিকভাবে পুরা করে Submit করুন। নিয়মিত Email চেক করুন।ওরা আপনার ইমেইলে সব ডিটেইলস জানাবে।আইডি ঠিক হয়ে গেলে তো মারহাবা। ঠিক না হলে ইমেইলে ফিডব্যাক পাওয়ার পর আবার একই নিয়মে আইডি কার্ড সাবমিট করুন। কীভাবে ঠিক করতে হয় সেটা তো জানলেন কিন্তু অনেকেরই আইডি কার্ড নাই।তাদের তো ফেইক আইডি কার্ড ছাড়া কোন উপায় নেই। ফেইক আইডি কার্ড কীভাবে বানাবেন এটাও অনেকে জানেন না। যারা ফটোশপের কাজ পারেন তারা ২ মিনিটেই পিসিতে ফেইক আইডি কার্ডহ বানাতে পারেন। যারা ফটোশপের কাজ পারেন না বাপিসি নেই তারাও মোবাইলে বিভিন্ন ফটো ইডিটিং এপস দিয়ে ফেইক আইডি কার্ড বানাতে পারবেন।Google এ “ন্যাশনাল আইডি কার্ড” লিখে সার্চদিলে কিছু ব্ল্যাংক কার্ড পাবেন। সেগুলো ইডিট করে খুব সহজেই ফেইক কার্ড বানানো যায়।আর যদি না পারেন বাজারে যে কোন কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারেন।তবে একটা কথা আইডি কার্ডের ইনফরমেশন অবশ্যই ফেসবুকের সাথে মিলতে হবে। আর এটাও না পারলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করিয়েন আইডি কার্ড বানায় দেব।ধন্যবাদ ভাল থাকবেন । ফেসবুকে আমিhttps://www.facebook.com/profile.php?id=100008418456017

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

কোন ঝামেলা ছাড়া ফটো ভেরিফাই করুন 1 মিনিটে

ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন

আপনার শখের ফেসবুক আইডিখানা ফটো ভেরিফিকেশনের ঝামেলায় পড়লে আমার এই ট্রিকের সাহায্যে আপনি কোন ঝামেলা ছাড়াই ভেরিফাই করতে পারবেন শখের আইডিটা.........

.
প্রথমে প্লে স্টোর থেকে ওয়ান ক্লিক ভিপিএন(one click vpn) টা ডাউনলোড করে নেবেন তারপর তা ওপেন করে কোন জাপানি সার্ভারে কানেক্ট করে নেবেন.......তারপর ফটো ভেরিফিকেশনে পড়া আইডিটা লগিন করুন দেখুন দেখাচ্ছে successfully identify your security check. তারপর কন্টিনিউ দিলেই আপনার আইডিটা ফেরত পাবেন।
.
ধন্যবাদ কষ্ট করে ট্রিকসটা পড়ার জন্যে এ পদ্ধতিতে অবশ্যই কাজ হবে। ফেসবুকে আমার নাম : মোহাম্মাদ রিপন ইসলামhttps://www.facebook.com/profile.php?id=100008418456017

শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

ফেসবুক লক আইডি যেভাবে ঠিক করে নেবেন মাত্র 2 মিনিটে

ফেসবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100008418456017 ফেসবুুক আইডির টেম্পোরারি লক হলে আপনাকে যা করতে হবে :
প্লে স্টোর থেকে one click vpn নামে একটা ভিপিএন আছে সেটা প্রথমে ডাউনলোড করতে হবে তারপর সেটা ওপেন করলে বেশ কিছু দেশের প্রক্সি দেখতে পাবেন সেখান থেকে জাপানি যেকোন একটা প্রক্সিতে কানেক্ট করে নিতে হবে....কানেক্ট হয়ে গেলে মিনিমাইজ করে ক্রম ব্রাউজার সিলেক্ট করে লক হওয়া আইডিটিতে লগ ইন করুন দেখুন কোন লক দেখাচ্ছে না শুধু মোবাইল নাম্বার বা জন্ম তারিখটা ভেরিফাই করতে বলছে এখন সেটা ভেরিফাই করলেই আপনি আপনার আইডি ফেরত পাবেন
.
ধন্যবাদ সময় দেওয়ার জন্যে কোন সমস্যা হলে জানাতে ভুলবেন নাYoutube Channel